ঘর ও ঘোর এবং অন্যান্য
# ঘুম ভাংতেই দেখলাম কুয়াশায় ঢেকে থাকা দিনের মত রং
ঘর ঘুমোচ্ছে তা দেখে ... একটা রাতঘুম দেয়া বিছানায় হেলান দিয়ে
ওপাশ ফিরে, কাঁধের পেছনে বালিশ নিয়েছে এক।
# দেয়াল জুড়ে আমি আর সে
আমাদের মৃদু মৃদু হাসি
ঘি রঙ এ আকাশের আবীর মেখে দিল
অবনত চোখ দেখে ঘর বিস্ময়ে ভাবে
স্বপ্ন দেখবে নাকি?
# যাদু সত্যি হলে ঘরের প্রতিবেশী বারান্দায়
মেঘবালিকা জল দিয়ে ঘোর বানাত আরেক
যাদু জানালার কার্নিশ গলে ভেতরে আসে না তাই
শেষ মনে আসে, শুরুটা দূরে; অজানায়।
# ঘুম ভাংতেই দেখলাম কুয়াশায় ঢেকে থাকা দিনের মত রং
ঘর ঘুমোচ্ছে তা দেখে ... একটা রাতঘুম দেয়া বিছানায় হেলান দিয়ে
ওপাশ ফিরে, কাঁধের পেছনে বালিশ নিয়েছে এক।
# দেয়াল জুড়ে আমি আর সে
আমাদের মৃদু মৃদু হাসি
ঘি রঙ এ আকাশের আবীর মেখে দিল
অবনত চোখ দেখে ঘর বিস্ময়ে ভাবে
স্বপ্ন দেখবে নাকি?
# যাদু সত্যি হলে ঘরের প্রতিবেশী বারান্দায়
মেঘবালিকা জল দিয়ে ঘোর বানাত আরেক
যাদু জানালার কার্নিশ গলে ভেতরে আসে না তাই
শেষ মনে আসে, শুরুটা দূরে; অজানায়।