তিন কবিতা।
চোখ দেখে বুঝবে না ব্যথার উৎস
চোখ দেখে বুঝবে না অতল গহ্বর মনে করে বাস
চোখ ব্যথা গিলে খায়, নিংড়ে খায়
খুটে খুটে খায়, খুঁচিয়ে খুঁচিয়ে খায় ব্যথা
চুইয়ে পড়ে যে ব্যথা, হাড় মাংস নিঃশেষ করে যে ব্যথা
মায়ায় বসত গড়ে বুকের মধ্যমায়.
তুমি আলিঙ্গনে আবদ্ধ করলে ঠোঁট আর আষাঢ় নামল।
আকাশ কেঁপে উঠল, গর্জে ডাকল মেঘ, বৃষ্টি নামল ...
আমার প্রিয় পানা ফুল, কদম এখন ভিজছে
কেউ জানে না আমি জানি
মুহুর্তেরা প্রহর হলে কোন ঘরেতে আলো জ্বলে
কোন ঘরেতে আলোর প্রহর নিভু নিভু ...
কেউ জানে না আমি জানি
আলো কিংবা অন্ধকারে মুহুর্তদের চিতা জ্বলে
অহর্নিশি ... হর-হামেশা
প্রখর তাপে ঠোঁট পুড়ে যায়, বুক পুড়ে যায়, চোখ পুড়ে যায়
মুহুর্তদের, কেউ জানে না ... আমি জানি!
চোখ দেখে বুঝবে না ব্যথার উৎস
চোখ দেখে বুঝবে না অতল গহ্বর মনে করে বাস
চোখ ব্যথা গিলে খায়, নিংড়ে খায়
খুটে খুটে খায়, খুঁচিয়ে খুঁচিয়ে খায় ব্যথা
চুইয়ে পড়ে যে ব্যথা, হাড় মাংস নিঃশেষ করে যে ব্যথা
মায়ায় বসত গড়ে বুকের মধ্যমায়.
তুমি আলিঙ্গনে আবদ্ধ করলে ঠোঁট আর আষাঢ় নামল।
আকাশ কেঁপে উঠল, গর্জে ডাকল মেঘ, বৃষ্টি নামল ...
আমার প্রিয় পানা ফুল, কদম এখন ভিজছে
কেউ জানে না আমি জানি
মুহুর্তেরা প্রহর হলে কোন ঘরেতে আলো জ্বলে
কোন ঘরেতে আলোর প্রহর নিভু নিভু ...
কেউ জানে না আমি জানি
আলো কিংবা অন্ধকারে মুহুর্তদের চিতা জ্বলে
অহর্নিশি ... হর-হামেশা
প্রখর তাপে ঠোঁট পুড়ে যায়, বুক পুড়ে যায়, চোখ পুড়ে যায়
মুহুর্তদের, কেউ জানে না ... আমি জানি!
Hi ... impressed with ur words and works. Kobita ki niyomito pora hoy? Trying to catch u up somewhere in social space / or in real. No worries, i dont bite .. lolz. Chaw.
উত্তরমুছুন