বাতাসের আহ্লাদী আচারে যে মুহূর্তে চুল উড়ে উড়ে যাচ্ছিল যেন শাড়ির আঁচল, মায়াবী-কোমল, যেন রুক্ষতা নেই পৃথিবীতে আর, যেন ঢেউ গুনে গুনে আছড়ে পড়ছিল পায়ে ... প্রশান্ত, সুধীর বিকেলের মত, ছায়া-ছাই রঙে অপারগ অতীতের সানাই। তখনই কোমরের ভাঁজে ভালবাসা রেখে হাত বলল এগিয়ে যেতে ... যেতে যেতে কিছু দূরে, ফিরে দেখলাম, মৃতপ্রায় মাছের চোখের মত সেই মুহূর্তটাও ... রাঙা মুহূর্তটাও, শুয়ে আছে!
শনিবার, ১৬ সেপ্টেম্বর, ২০১৭
For I have passed countless times without my darling daughter and realised
Nothing in the world is more tougher than the very thought of not being able to touch and stay with her!
So in prayer I sent fairies,
And told them that they kiss her forehead and let her know that I am there.
I am there when she cruises, when she smiles
I am there when she seeks for me
I am there when she plays with toys and can't express what she feels for me.
Nothing in the world is more tougher than the very thought of not being able to touch and stay with her!
So in prayer I sent fairies,
And told them that they kiss her forehead and let her know that I am there.
I am there when she cruises, when she smiles
I am there when she seeks for me
I am there when she plays with toys and can't express what she feels for me.
অন্ধ তোমার গায়
আমাকে দেখো না তুমি?
দেখি না তোমাকে আমিও!
সত্যি বলছি তাই
ঘোর জ্বর আসে।
ভুলতে ভুলতে নামধাম সব
হাত রাখিনা কপালে ভুলেও!
কোত্থেকে যে কোথায় পালায়
স্মৃতির শহর!
ধূসর বিকেল; দিন মরে যায়।
অন্ধ তোমার চোখের দ্যুতি মনে পরে
অন্ধ তোমার গায় জড়িয়ে উজ্জ্বল রঙ
অন্ধ তোমার সাঁওতালি গায়
ছুটছে কিছু প্রজাপতি
ভাসছে হাওয়া ব্যস্ত দারুণ
আমার হাতে, তোমার হাতে!
এবার আবার থমকে দাঁড়াই
মিষ্টি মদির আসছে কিছু ধেয়ে
আবার আমি লাজুক হবো
দেখব না আর চেয়ে।
আমাকে দেখো না তুমি?
দেখি না তোমাকে আমিও!
সত্যি বলছি তাই
ঘোর জ্বর আসে।
ভুলতে ভুলতে নামধাম সব
হাত রাখিনা কপালে ভুলেও!
কোত্থেকে যে কোথায় পালায়
স্মৃতির শহর!
ধূসর বিকেল; দিন মরে যায়।
অন্ধ তোমার চোখের দ্যুতি মনে পরে
অন্ধ তোমার গায় জড়িয়ে উজ্জ্বল রঙ
অন্ধ তোমার সাঁওতালি গায়
ছুটছে কিছু প্রজাপতি
ভাসছে হাওয়া ব্যস্ত দারুণ
আমার হাতে, তোমার হাতে!
এবার আবার থমকে দাঁড়াই
মিষ্টি মদির আসছে কিছু ধেয়ে
আবার আমি লাজুক হবো
দেখব না আর চেয়ে।
এতে সদস্যতা:
পোস্টগুলি (Atom)