শনিবার, ১৬ সেপ্টেম্বর, ২০১৭

অন্ধ তোমার গায় 

আমাকে দেখো না তুমি? 
দেখি না তোমাকে আমিও!
সত্যি বলছি তাই 
ঘোর জ্বর আসে। 
ভুলতে ভুলতে নামধাম সব
হাত রাখিনা কপালে ভুলেও!
কোত্থেকে যে কোথায় পালায়
স্মৃতির শহর!
ধূসর বিকেল; দিন মরে যায়।
অন্ধ তোমার চোখের দ্যুতি মনে পরে
অন্ধ তোমার গায় জড়িয়ে উজ্জ্বল রঙ
অন্ধ তোমার সাঁওতালি গায়
ছুটছে কিছু প্রজাপতি
ভাসছে হাওয়া ব্যস্ত দারুণ
আমার হাতে, তোমার হাতে!
এবার আবার থমকে দাঁড়াই
মিষ্টি মদির আসছে কিছু ধেয়ে
আবার আমি লাজুক হবো
দেখব না আর চেয়ে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন