বৃহস্পতিবার, ২৩ ফেব্রুয়ারী, ২০১২

মিথ্যা, তুমি দশ পিঁপড়া
কামড়ে দিয়েছ বিশ্বস্তভাবে
শরীর জ্বলে যাচ্ছে
সেইসাথে মন করেছ বিক্ষিপ্ত
আর তো রাখবো না পা, তোমার পায়েতে
হয়ে যেতে পার সাত সমুদ্র!

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন