বৃহস্পতিবার, ৮ মার্চ, ২০১২

দীর্ঘতর হচ্ছে রাত
দীর্ঘশ্বাসে ভ্যাপসা হয়ে ওঠা বাতাস
তাড়িয়ে নিচ্ছে ক্রমাগত
অজানা ভবিষ্যতের দিকে

দৃষ্টিবিহীন অন্ধকার
আর জাগতিক অসত্য মেখে হৃদয়ে
চলেছি ... সন্তর্পণে মেনে নিয়ে
অজানা ভুলগুলো তোমার!

এমন তো কথা ছিলো না,
স্বপ্নভাঙ্গা প্রতীক্ষার শেষে
রাঙ্গা সকালে, শুভ্র তোমার হাসি
মুখে মেখে এগিয়ে যাওয়ার কথা ছিলো

তুমি আমাকে কোথায় হারাতে দিলে?
কোন পথে নিয়ে এসে একা করে দিলে?

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন