বিষাদের মত সাদা হয়ে আছে হৃদয়
কথার ভিড়েও ঠাঁই নাই তাই কথাদের।
যে কথা প্রতিদিন ও মনে ধ্বনি তোলে
তোলপাড়ের ছলে বল্কে ওঠে
আবেগের সুললিত ঢেউ
চোখ বেঁধে হাত পায়ে বেড়ে চলা
মানুষের কথার মাঝে আরো একা একা
রয়ে যায় তারা!
সবকিছু কেবলই শুণ্য মনে হয় তাই;
তাই, পাখিদের পালকে যে রঙ মাখে সূর্য্য
যে পাখিরা ঘরে ফেরে সহস্র বন থেকে
নিজের আশ্রয়ে খড়কুটো নিয়ে
বাড়াতে সংসার, চিন্তাহীন সজীব বাতাসে
তাতেও এ বুক ভারি হয়ে ওঠে।
আমার সবুজগুলো হারিয়ে যায়
আমার নীল, লাল, বেগুনীরা
ছাই হয়ে উড়ে উড়ে চলে যায়, আমাকে ফেলে।