রবিবার, ৮ এপ্রিল, ২০১২

এগিয়ে যাও, কারণ দিনগুলো কখনোই থামে না
রাতের বাতাস যে করুণ উপলব্ধির সাক্ষী হয়ে রয়
তাকে সঙ্গী করে এগিয়ে যাও তাই।
কাউকে বুঝতে দিতে নেই তোমার ভেতরে
তুমি যে ক্রমশ বিলীয়মান।
কেউ বুঝবে না চোখ জুড়ে কোন অদেখার খোঁজ!
তবুও এগিয়ে যাও, কারণ
পৃথিবীর আলো না ফুরালে ফুরাবে না
তোমার এই বিষাদ, অনুভব।

 




1 টি মন্তব্য:

  1. - When the soul lies down in that grass,
    the world is too full to talk about.
    Ideas, language, even the phrase each other
    doesn’t make any sense.

    Out beyond ideas of wrongdoing and rightdoing
    there is a field...I will meet you there.

    - Mawlānā Jalāl ad-Dīn Muḥammad Rūmī

    উত্তরমুছুন