মঙ্গলবার, ১০ জুলাই, ২০১২

মানুষ দিনে দিনে বদলে যায় বলেই
পৃথিবী এগিয়ে চলে, শুনেছি।
আমি কি তবে মানুষ নই?
পৃথিবীটা থেমে আছে যে!

২টি মন্তব্য:

  1. thought sparking. tiny-good. loved it :)
    ...are you being fossilized? :p

    উত্তরমুছুন
  2. ...হারিয়ে গিয়েছি, এইতো জরুরী খবর
    অবাক দুই চোখে
    ছায়া কাঁপে ভয়ে অভিমানে
    হারিয়ে যাওয়ার নিয়ম নেই এখানে
    হারাবো বলে পা টিপে রোদে গেলেই
    গোটা শহর, বাতি জ্বেলে সতর্ক
    পায়ে পায়ে হারাবার জায়গা খোঁজে মরি।

    কোথাও নেই ঝুমঝুম অন্ধকার
    তকখক ডাকা নিশুতিতে
    রূপকথা শুনে শিউরে উঠে না গা
    স্বপ্নে আমার শরীরে কেউ ছড়ায় না শিউলি ফুল
    আলোর আকাশ নুয়ে এসে ছোঁয় না কপাল

    হারিয়ে যাইনি তবু, এটাই জরুরী খবর।
    আকাম থাকার হতাশায় হারিয়ে যাওয়ার কোন মানে নেই
    নিবিড় ঘরে আধো আলো বিশ্বাসে
    বুকের গভীরে কার যেনো ডাক আসে
    যদি কোনদিন ঝরে ঝরে যায় অন্ধকার
    ভালোবাসা ধুয়ে দেয় গোটা মুখ আমার
    দুচোখে স্বপ্ন ভরে দিয়ে যায় কেউ
    যদি কোনদিন অটুট বিশ্বাসে
    যদি কোনদিন
    যদি কোনদিন...

    উত্তরমুছুন