বুধবার, ২৫ জুলাই, ২০১২

রাত বেদনার মত কাতর,
নিস্তেজ, নির্লিপ্ত বাতাসের মত
কি আশ্চর্য শান্তিতে
কাঁপায় এ বুক!

চোখের তারা'র মত প্রগলভ রাত
বাদামি তারা'র চোখ, ব্যাথিত চোখ
সুদৃঢ় অভিমানে।

রাত দ্বিধা, সংশয়
অন্ধকারে সঁপে ... একা
করে রাত পাড়!
সকালের আলোতে, অগোচরে
হারায় আবার।

আহা! ঘুমহীন ক্লান্ত ক্লান্ত কত রাত!

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন