খাপছাড়া ঘরটাকে প্রতিবিম্ব মনে করে ভুল করি না/ঘর খাপছাড়া হল কিসে?/আসবাবে ধূলোর প্রহর মেপে বলে দিতে পারি,/ মনের খবর/ঘর তবে খাপছাড়া কিসে?/কি কি আছে সবখানে পরে?/মাপহীন প্রহরের ধূলো, একেকটি বইয়ের ভাঁজ/উঁকিঝুঁকি মারা বয়সের পাঠ/আকাশ আর মাটিতে দেখেশুনে শেখা সব/একা অভিযাত্রায়/সূর্য্যের কাছে দেনা করে শোধ/প্রতি সন্ধ্যায় ঘরেই তো লুকাই এ মুখ!/
খাপছাড়া এ ঘর হল তবে কিসে?/
খাপছাড়া এ ঘর হল তবে কিসে?/
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন