মঙ্গলবার, ২৮ আগস্ট, ২০১২

দীর্ঘশ্বাস তোকে দিলাম
খাঁচায় রাখিস পুষে
কোন মেঘলা বেলায় উড়িয়ে দিস আকাশে
ধূলোয় উড়ে যদি হয় বিশুদ্ধ আরো
অসমাপ্ত চিঠি হয়ে ফিরবে তোর মনের ঘরে
তখনো দরজায় দাঁড়ানো প্রতীক্ষার রেশ
চোখের কোণে কালো হয়ে
জমে থাকা ভালবাসার বুনন।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন