ইচ্ছে
আমি ধীরে হারাব, মেঠোপথে
ধূলায় গা ধুয়ে-নেয়ে নিব
নিষ্পাপ পুকুরের জলে
মিষ্টি রোদের ওম মেখে নিতে নিতে
সন্ধ্যা দেখব কোন পাড়াগাঁয় পিদিম জ্বালিয়ে
আমি ধীরে হারাব, মেঠোপথে
ধূলায় গা ধুয়ে-নেয়ে নিব
নিষ্পাপ পুকুরের জলে
মিষ্টি রোদের ওম মেখে নিতে নিতে
সন্ধ্যা দেখব কোন পাড়াগাঁয় পিদিম জ্বালিয়ে
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন