রবিবার, ১১ আগস্ট, ২০১৩

কেন এমন করে কাঁদো?


জীবন, কেন এমন করে কাঁদো?
তোমার কাঁধে অনেক বোঝা, সে আমি জানি।
পরতে পরতে জমাট বাঁধে রক্ত, গুমোট অভিমানে।
চোখের পলকে যদি মনে পড়ে বিগত দিনে
উচ্ছল চঞ্চলতায়  শৈশব করেছ পাড়;
তবে হেসে হেসে গাছের সবুজ পাতায়-
বনানীতে, ঘাসের বুকেতে ওম দিয়ে
জানান দাও, আজ তুমি বড় খুশি!
তবে কি জানো না, এভাবেই রক্তের দাগ
ধুয়ে মুছে কালিমা করবে অতিক্রম তোমায়?

জীবন, কেন এমন করে বাঁচো মুখ লুকিয়ে?
জীবন, কেন এমন করে কাঁদো?

বেহিসেবে যায় যদি কিছুটা অনেকখানি সময় তোমার
সে সময় তোমারই মুক্তির দাবী নিয়ে
মিছিলে শ্লোগান তোলে।

দেখো, আকাশ মেঘেদের সারিবদ্ধ করে হাঁটতে শেখায়!
দেখো,সমুদ্র ঢেউ নিয়ে এক্কাদোক্কা খেলে সুনিপুণ মুহুর্ত রাঙ্গিয়ে!
দেখো, অবিরাম কৌশলহীন আলিঙ্গন ফিঙে পাখিদের!
ওদের কোথাও কোন শুরু নেই, শেষ নেই
ওদের কোথাও কোন আক্ষেপ নেই
ওদের কোথাও কোন মাঝপথে থেমে যাওয়া নেই।

জীবন, তোমার রোদমাখা শরীরের পাশাপাশি আমিও আছি তো ঠিক
কেন এমন করে কাঁদো? ...


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন