বোঝাপড়া ১.
তিনটা সাদাফুল ফুটে থাকে
নতমুখ ... সেই সাদাফুলের কাছে ফিরে
সাদাফুল তার পাশে হারানো সবুজ নিয়ে
নতমুখের মত নির্বাক।
বোঝাপড়া ২.
একটা পাখি সারাক্ষণ একা
আষাঢ়ের আঁধারে ভিজতে থাকে
নতমুখ ... সেই পাখির কাছে ফিরে।
কালো পাখি আষাঢ়ের আঁধার নিয়ে
নতমুখের মত নির্বাক।
তিনটা সাদাফুল ফুটে থাকে
নতমুখ ... সেই সাদাফুলের কাছে ফিরে
সাদাফুল তার পাশে হারানো সবুজ নিয়ে
নতমুখের মত নির্বাক।
বোঝাপড়া ২.
একটা পাখি সারাক্ষণ একা
আষাঢ়ের আঁধারে ভিজতে থাকে
নতমুখ ... সেই পাখির কাছে ফিরে।
কালো পাখি আষাঢ়ের আঁধার নিয়ে
নতমুখের মত নির্বাক।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন