মঙ্গলবার, ৫ আগস্ট, ২০১৪

ঘাসের পাখায় পা ফেলে ও মেয়ে হাঁটে, কথা বলে ফিসফিসিয়ে
আমার ঘুম ভেঙ্গে গেলে ওকে বহুবার আমি দেখেছি
দুলতে দুলতে সে আপন মনে চলেছে শুধুই দূরে ...
আমি ওকে দূরেই যেতে দেখেছি।
ওকে আর ওই সবুজের মত কোমল ঘাস, যা কেবলি নদীর ধার ঘেঁষে
অগোচরে বেড়ে ওঠে, নিরব গন্ধে বুকের সোনালি নিঃশ্বাসের সঙ্গে করে মিতালি
সেই প্রান্তরে, খোলা হাওয়ায় ও মেয়ে হেঁটে হেঁটে দূরে যায় চলে।
আমার ঘুম ভাঙ্গা কুয়াশা কেটে যায় ওদের হৃদয়ঙ্গমতায়
এভাবে দূর থেকে ওদের মেঘ ছুঁয়ে ছুঁয়ে গল্প করতে দেখেছি আমি।
শুধু একবার রোদ পড়া বিকেলে আমার চোখে ওর চোখ পড়েছিল!

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন