যখন অগাধ সময়, হুল্লোড়ে মাতে
তুমি আনমনে পাতাদের ওড়াউড়ি দেখে
বিস্ময়ের দেয়াল গড়ো!
রাতের অর্ধেক ভাগে ... শীত সবচেয়ে মোহময়
আড়ি পেতে যেই কথা শুনতে চেয়েছিলে
নৈঃশব্দে শিশিরের ঢেউ
টুপটাপ ঝরে পড়ে ...
সেই কথা বলে-
অবিরাম।
তুমি আনমনে পাতাদের ওড়াউড়ি দেখে
বিস্ময়ের দেয়াল গড়ো!
রাতের অর্ধেক ভাগে ... শীত সবচেয়ে মোহময়
আড়ি পেতে যেই কথা শুনতে চেয়েছিলে
নৈঃশব্দে শিশিরের ঢেউ
টুপটাপ ঝরে পড়ে ...
সেই কথা বলে-
অবিরাম।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন