মন আকাশের মতন মেখলা
তর্জনী ও মধ্যমা'র ভাঁজে কমনীয় যত্নে ধরে রাখা
ওষ্ঠের উত্তাপ।
কুয়াশার বৈতরণী ভেদ করে
একেকটি একা দাঁড়িয়ে থাকা গাছে, শেকড়ের ফাঁকে
দু'টো শালিক দেখতে চাওয়ার বাসনা।
তর্জনী ও মধ্যমা'র ভাঁজে কমনীয় যত্নে ধরে রাখা
ওষ্ঠের উত্তাপ।
কুয়াশার বৈতরণী ভেদ করে
একেকটি একা দাঁড়িয়ে থাকা গাছে, শেকড়ের ফাঁকে
দু'টো শালিক দেখতে চাওয়ার বাসনা।
ক্রমাগত রোদ কালো করে আসা সন্ধ্যায়
শান্ত জলের মত সবুজ আর মায়ামাখা চোখ
কাচের ওপারে যেখানে আর পৌঁছোয় না চিরকুট
হাওয়ায় ভেসে যায়, আজীবন যৌথ কাটানোর
ভয়াবহ সুপ্ত বাসনা।
শান্ত জলের মত সবুজ আর মায়ামাখা চোখ
কাচের ওপারে যেখানে আর পৌঁছোয় না চিরকুট
হাওয়ায় ভেসে যায়, আজীবন যৌথ কাটানোর
ভয়াবহ সুপ্ত বাসনা।
মন ভাসমান গন্ধ তার গায়ে
লেপ্টে থাকা অযাচিত আদরের রেশ
আশ্রয়-প্রশ্রয়-খেয়ালের নিষেধ টপকে
কেবলই গুনগুন গেয়ে ওঠা গান।
লেপ্টে থাকা অযাচিত আদরের রেশ
আশ্রয়-প্রশ্রয়-খেয়ালের নিষেধ টপকে
কেবলই গুনগুন গেয়ে ওঠা গান।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন