বৃহস্পতিবার, ১৪ মে, ২০১৫

ও মন দেখলি কি তুই সব?
রাস্তা শেষে যে মানুষ পায় পথ
সেই পথ তুই নিলি না হায় জেনে
ও মন, রাস্তা মানুষ হারায় অতঃপর।
মেঘ ছুটে যায়, রোদ পড়ে যায় জলে
চোখ লুকিয়ে কোথায় যাবি হেঁটে
জলের তোড়ে ভাসছে মেয়ের ছায়া
ও মেয়ে তোর হাতের ভাঁজে
পুরনো অক্ষর।
ঘর খুলে আয়, বৃষ্টি মাখিস গায়
চোখ মেলে দ্যাখ আকাশ জুড়ে ফুল
ফুলের বনে ভাসছে মেয়ের নাম
ও মেয়ে তোর বুকের ভাঁজে
নিঃশ্বাস অবিরাম।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন