সোমবার, ২০ এপ্রিল, ২০১৫

আচ্ছা, এমন কেন হয়?
একলা দুপুর কোলে নিয়ে
নিঃসঙ্গতা বসে থাকে
আর ব্যস্ত নগরের ভিড়ে
পোড়ে অন্য মন?
হরেক রঙ এর পাখি
দল বেঁধে সারে স্নান
একত্রিত আকাশে ওড়ায় পাখা
মন নিঃসঙ্গতা নিয়ে ভাবে-
'কতকাল আকাশ দেখিনি!' 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন