একদিন ঘাসেদের মাড়িয়ে, পেছনে আকাশ আর সমুদ্র ফেলে
একদিন চেনা সব সুর ভুলে একা ... বিচ্ছেদের পথে ভেড়াব বিগত যৌবন
অশ্রুর ফোঁটাগুলো রেখে দিও হাতের ভাঁজে
ভুলে যাবে সব জানি, নতজানু তাই ঈশ্বরের মত
আমার রক্তাক্ত চোখে সুখ খুঁজোনা আর।
একদিন চেনা সব সুর ভুলে একা ... বিচ্ছেদের পথে ভেড়াব বিগত যৌবন
অশ্রুর ফোঁটাগুলো রেখে দিও হাতের ভাঁজে
ভুলে যাবে সব জানি, নতজানু তাই ঈশ্বরের মত
আমার রক্তাক্ত চোখে সুখ খুঁজোনা আর।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন