রবিবার, ১৬ আগস্ট, ২০১৫

মধ্যরাত হে! তাকিয়ে আছ কেন? 
উপহাস নাকি তিরষ্কারে? 
আমি তো বুঝিনা অন্ধকার চোখে 
কতকাল পাড়ি দিয়ে এলে!
অগস্ত্যযাত্রায় কেবলই বিভ্রম টের পাই।
টের ও অনুভবের ভাব কি তুমি বোঝ?
তুমি কি বোঝ, মৌনতায় শিশির ফোটে তাই
তুমি আর গাঢ় অন্ধত্বে মাখামাখি আজীবন!
বিবসনা তুমি গায়ে যে জড়ালে
আভরণে লাজভোলা ঢেউ
করপূরের গন্ধের মত বাতাস সে ঢেউয়ে নাচে।
মধ্যরাত হে! আমার জ্যোৎস্নাশোভিত জল মনে আসে।
একলা সমুদ্রে ক্লান্ত লাগে এমন কি-
সবুজ বন আর হলুদের কাছাকাছি রুপালি আকাশ!
তুমি তবু ফিরেই তাকাও
আর আনকোড়া চোখে
বিচ্ছিরি শব্দেরা ওড়ে!

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন