শনিবার, ২৭ জানুয়ারী, ২০১৮

#মাতাল

রাত ঠান্ডা এবং একা ছিল
পেছনে মাতাল।
শরীরের গন্ধ নাই তার।
সে গান গাইছিল উচ্চস্বরে
সে বকছিল যেন কাকে!
সে চাইছিল, আমিও তাকাই পেছনে.
কিন্তু রাতের অন্ধকার আর একাকীত্ব
নিষেধ করছিল আমাকে।
গল্প কখনো কাউকে খোঁজে,
কেউ কখনো গল্পকে
মানুষ মানুষকে ভয় পায়
ঘড়ির কাঁটা জানে অনেক কারসাজি।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন