দিনের কোন সময়টা আমার অপছন্দ?
-সন্ধ্যা। সন্ধ্যায় দম বন্ধ হয়ে আসে। কেবলই মনে হয়, কোথাও কেউ নেই। কোথায় ফেলে এসেছি সব। অথচ আমি এখানেই, এখানে, যেখানে বর্তমান। বর্তমানই সম্ভাবনা, সম্ভাবনা মানে জন্মেছে কিছু, সৃষ্টির ঢেউ। ক্রমশ সৃষ্টির মধ্য আকাশে দাঁড়িয়ে লাল চাঁদের মতো, যার দিকে সবাই তাকিয়ে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন