শুক্রবার, ২ নভেম্বর, ২০১৮

যেকোন মৃত্যু আমাকে বিষণ্ণ করে
যেকোন অপমৃত্যু আজীবন হাহাকার হয়
যেকোন হত্যার দাগ আমার শাড়িতে লেগে থাকে
কর্পূর গন্ধের মত রক্ত জমাট ;
আন্দোলিত সূর্যের তেজ নিয়ে
বাংলাদেশ হয়ে যায়।
আমার আর কোন জানালায়
গালের ভার দিতে ইচ্ছে করেনা
জলের ফোঁটায় কোন শুদ্ধি নেই ভাবি-
তারা অনবরত মাথানত বাংলাদেশ হয়ে যায়।
#জেলহত্যা দিবস

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন