বৃহস্পতিবার, ১ নভেম্বর, ২০১৮

আপন হারিয়ে গেলে 
প্রেমট্রেম সব উবে যায়।
বিলাস পানসে লাগে
যতসব উন্মাদ অভিলাষ। 
জমাট বরফের চাই 
ঠান্ডা বুক, বরফ যুগ!
ধেয়ে যায় অতলান্তে
সম্বিৎ ফিরলে পরে
রাস্তার কুকুরের মত
একা।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন