কাশফুল ছুঁয়ে থাকা মেয়ে
ডাঙায় দাঁড়ালে মেঘ মেঘ শরৎ
নীল গায়ে তাঁত বুনে দিবো
সাথে কিছু চোরকাঁটা পায়
রিমঝিম মচমচে দুপুরের রোদে
ওম নিতে নিতে কিছু ঘুম
তারপর একছুটে পানাফুল পাঁপড়িতে
খুঁজে নিস অবিকল ময়ূর যুবক.
ডাঙায় দাঁড়ালে মেঘ মেঘ শরৎ
নীল গায়ে তাঁত বুনে দিবো
সাথে কিছু চোরকাঁটা পায়
রিমঝিম মচমচে দুপুরের রোদে
ওম নিতে নিতে কিছু ঘুম
তারপর একছুটে পানাফুল পাঁপড়িতে
খুঁজে নিস অবিকল ময়ূর যুবক.
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন