যেন ছেঁড়া, শিশিরে ভিজে থাকা বিচ্ছিন্ন গোলাপি গোলাপ,
সবুজ পাতায় জমানো রাত, ফুটেছে ঝরে যাবে তাই।
গাঢ় রক্তের মত খয়েরি গোলাপ তাও ম্লান লাগে বড়।
শুষ্ক ঠোঁট ভালোবাসি আমি
টুপ করে যেখানে লোনা জলের মত আবেগ জমিয়ে
অপেক্ষায় থাকে প্রেমিক।
ভোরবেলা কোন পুকুরতলায় শ্যাওলা জমেছিল
যেন নগ্ন শরীর না হয় হিমায়িত, যেন উষ্ণতা
দখল করে নেয় আসন্ন দিনের সব কাজ!
অন্ধকার কেটে যাবার কালে হিজল বনে ঘুঘু ডাকে,
হুহু বেদনায় ভার হয় শরীর আবার।
ক্ষেতের আল বেয়ে ধেয়ে আসে গন্ধেরা,
পায়ে মাড়িয়ে আসা মাসকলাইয়ের কচি ঘ্রাণ। আহা!
তোমাকে কতদিন 'ভালোবাসি' বলা হয়নাই!
আনত চোখের ভাঁজে বিস্মরণ খেলা করে
দ্যাখো, দেখে দেখে দূরে সরে যাও
নয়ত কাঁপবে আবার শরীর,
আবার আঙ্গুল খেলতে চাইবে আঙ্গুলের সাথে মিটিমিটি।
অমন সাধের অভিমান এক জন্মের জন্য তোলা থাক।
(২৮।১২।২০১৮)
সবুজ পাতায় জমানো রাত, ফুটেছে ঝরে যাবে তাই।
গাঢ় রক্তের মত খয়েরি গোলাপ তাও ম্লান লাগে বড়।
শুষ্ক ঠোঁট ভালোবাসি আমি
টুপ করে যেখানে লোনা জলের মত আবেগ জমিয়ে
অপেক্ষায় থাকে প্রেমিক।
ভোরবেলা কোন পুকুরতলায় শ্যাওলা জমেছিল
যেন নগ্ন শরীর না হয় হিমায়িত, যেন উষ্ণতা
দখল করে নেয় আসন্ন দিনের সব কাজ!
অন্ধকার কেটে যাবার কালে হিজল বনে ঘুঘু ডাকে,
হুহু বেদনায় ভার হয় শরীর আবার।
ক্ষেতের আল বেয়ে ধেয়ে আসে গন্ধেরা,
পায়ে মাড়িয়ে আসা মাসকলাইয়ের কচি ঘ্রাণ। আহা!
তোমাকে কতদিন 'ভালোবাসি' বলা হয়নাই!
আনত চোখের ভাঁজে বিস্মরণ খেলা করে
দ্যাখো, দেখে দেখে দূরে সরে যাও
নয়ত কাঁপবে আবার শরীর,
আবার আঙ্গুল খেলতে চাইবে আঙ্গুলের সাথে মিটিমিটি।
অমন সাধের অভিমান এক জন্মের জন্য তোলা থাক।
(২৮।১২।২০১৮)
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন