শনিবার, ১০ মার্চ, ২০১২

বাক্সবন্দী অচিন পাখি'র মত
ধ্বসে পড়া প্রেমের স্তূপে আটকে পড়া
অটল পাহাড়সম মানবী এক
হারায় বর্তমান।

একেক অতীতময়তার ঘূর্ণনে
তার ফ্যাকাসে ঠোঁটে অবিরাম
বাঁচার ভারে ন্যুব্জ দুঃখেরা
করে পরিহাস।

ভালবাসা প্রতিবার ধোঁকা দিয়ে যায়
ধোঁকা দিয়ে যায় প্রতিবার ভালবাসা
প্রতিবার ভালবাসা ধোঁকা দিয়ে যায় ...

1 টি মন্তব্য: