আমাকে খুঁজোনা, কারণ
ভেজা কাকের ডানায় ভর করে
চলে গেছি গহীন অরণ্যে
সেখানে গাছের পাতার ফাঁক গলে
যেটুকু আকাশ দেখা যায়
সেই হয় পরিচিত পথ।
তোমাদের অভ্যস্ত চোখে সেই পথ
বড় সংকীর্ণ মনে হবে, তাই
আমাকে খুঁজোনা।
আমি বহুবার করেছি আপ্রাণ চেষ্টা
এইসব আবাসের পেছনের ভালবাসাটুকু
পাইনি কোথাও!
সবখানে এত এত বিস্তীর্ণ পথের মাঝেও
শুধু শূণ্যতা দেখেছি!
শৌখিন বারান্দার শেষ কোণে এমন কি
লাল ঠোঁট টিয়েটার একাকী আড়ালে পাইনি
মাঝ রাতে কুঁকড়ে ওঠা সাথীটির পাশে
ঘুম বিছানা ফেলে উঠে আসা মায়াময় হাত।
পরিচ্ছন্ন ঘরের দেয়ালে
ছবির মিথ্যেটুকু সাজিয়ে সবাই
ভাল রয়ে গেছে!
পরিচিত বিলাসে একমাত্র অপাংক্তেয়
এ আমার স্মৃতিময় মন ...
তার খুব প্রয়োজন হারানো সময়ের
শেষ থেকে শুরু করে দেয় এমন মানুষ।
দেখা নেই, কথা নেই ... তবু শুধু অনুভবে
বিচিত্র কথার কারুকাজে
যে বুঝিয়ে দিতে পারে
জীবনেতে শেষ বলে কিছু নেই।
সে আমার একমাত্র অনভ্যস্ততা হয়ে
আমাকে ফেরাক!
তখনই ফিরব আমি, কথা দিলাম।
তখনই মানব জেনো,
বাঁচার সুখের চেয়ে কিছু নেই ঢের আরো স্বপ্নময়!
ভেজা কাকের ডানায় ভর করে
চলে গেছি গহীন অরণ্যে
সেখানে গাছের পাতার ফাঁক গলে
যেটুকু আকাশ দেখা যায়
সেই হয় পরিচিত পথ।
তোমাদের অভ্যস্ত চোখে সেই পথ
বড় সংকীর্ণ মনে হবে, তাই
আমাকে খুঁজোনা।
আমি বহুবার করেছি আপ্রাণ চেষ্টা
এইসব আবাসের পেছনের ভালবাসাটুকু
পাইনি কোথাও!
সবখানে এত এত বিস্তীর্ণ পথের মাঝেও
শুধু শূণ্যতা দেখেছি!
শৌখিন বারান্দার শেষ কোণে এমন কি
লাল ঠোঁট টিয়েটার একাকী আড়ালে পাইনি
মাঝ রাতে কুঁকড়ে ওঠা সাথীটির পাশে
ঘুম বিছানা ফেলে উঠে আসা মায়াময় হাত।
পরিচ্ছন্ন ঘরের দেয়ালে
ছবির মিথ্যেটুকু সাজিয়ে সবাই
ভাল রয়ে গেছে!
পরিচিত বিলাসে একমাত্র অপাংক্তেয়
এ আমার স্মৃতিময় মন ...
তার খুব প্রয়োজন হারানো সময়ের
শেষ থেকে শুরু করে দেয় এমন মানুষ।
দেখা নেই, কথা নেই ... তবু শুধু অনুভবে
বিচিত্র কথার কারুকাজে
যে বুঝিয়ে দিতে পারে
জীবনেতে শেষ বলে কিছু নেই।
সে আমার একমাত্র অনভ্যস্ততা হয়ে
আমাকে ফেরাক!
তখনই ফিরব আমি, কথা দিলাম।
তখনই মানব জেনো,
বাঁচার সুখের চেয়ে কিছু নেই ঢের আরো স্বপ্নময়!
tao tomakei khujbe, tomi firbe ai bissas nia,
উত্তরমুছুনfirate tomake hobei fire pete abar...
ochena kono rastay chirochena kono akchilte bataser dolay,shihorito muhurte janbe, ses hoyni kisui.
sunnota asei purnotar mayay. suru to seser porei hoy?
kotha rekho, firbe abar...
'nahole khobor ase!' :p