মেঘলা রঙের আকাশ দেখে তোমার কথা মনে পড়ে গেলো
তুমি নও মেঘের উড়িয়ে আনা বিশুদ্ধ বাতাস, তবু।
তুমি বৈশাখী ঝড়ের মত দোর্দন্ড প্রতাপ নিয়ে
পারো না আসতে জানি আর কখনোই।
তোমার অস্তিত্ব, তোমার নিঃশ্বাসেরা এ এক পৃথিবীর
আলো, ধূলো মেখে কোথাও রয়েছে সর্বদা
সে কথাও জেনে, মেনে তোমাকে অবর্তমানে হারানোর
বিষাক্ত ক্লান্তি মাখা অভ্যাস সয়ে যাই।
তুমি নও মেঘের উড়িয়ে আনা বিশুদ্ধ বাতাস, তবু।
তুমি বৈশাখী ঝড়ের মত দোর্দন্ড প্রতাপ নিয়ে
পারো না আসতে জানি আর কখনোই।
তোমার অস্তিত্ব, তোমার নিঃশ্বাসেরা এ এক পৃথিবীর
আলো, ধূলো মেখে কোথাও রয়েছে সর্বদা
সে কথাও জেনে, মেনে তোমাকে অবর্তমানে হারানোর
বিষাক্ত ক্লান্তি মাখা অভ্যাস সয়ে যাই।
bristi nia tomake akta kotha bolechilam.
উত্তরমুছুনpaoni hoyto. megh ta bissonno silo. ar tomi sotti haray gele...
কি লিখেছিস এগুলো? যে কেউ দেখলে ভাববেন না জানি কি তুঘলকি কান্ড ঘটেছে! ভাল থাকিস, ছোট্ট ভাই :)
উত্তরমুছুনbujini likhar somoy.Jhor nia lekhar jonno thanks. apu! roster changed to! disconnected! :(
উত্তরমুছুন