বুধবার, ২৫ জুলাই, ২০১২

ভালবাসা, ভালবাসা করে প্রাণ করলি  ওষ্ঠাগত

হায় রে মানুষ!
হৃদয়ে তোর আগুন পুষে
খড়কুটোকে দিয়ে দিলি প্রশ্রয়!


1 টি মন্তব্য:

  1. ...ভালোবাসা, ভালোবাসা করে স্মৃতিকে করলি খড়কুটো

    ভালোবাসার আলোতে আলোকিত হৃদয়ে
    ফিরেও দেখলি না
    অরণ্যের অসহায় আত্মহনন

    হায় রে মানুষ!

    উত্তরমুছুন