শনিবার, ৪ আগস্ট, ২০১২

হাত বাড়ালেই বন্ধু মেলে! বল?
বন্ধু মানে একলা আকাশ, জল টলমল বৃষ্টি দুপুর
মেঘের ভেলায় ভাসিয়ে দেওয়া মনের কোণে উঁকিঝুঁকি
পদ্ম পুকুর। কষ্ট রোদে চুপি চুপি হেঁটে যাওয়া পথের ধারে
দেখতে পাওয়া এক জোড়া চোখ, কাতর ভীষণ!
তোর রং'য়েতে হারিয়ে যাওয়া প্রবল তেজী আরেক মানুষ।
তোরই মতন স্বপ্ন বোনা, তোরই মতন উথাল পাথাল
আবেগ নদী সাঁতরে সে যে গড়িয়ে পড়ে
জীবন বোধের উজার প্রেমে!
সে তো তোর মাঝেতে বেড়ে চলা প্রচন্ড এক শক্তি বিষম
তোর হাসিতে লুটিয়ে পড়ে, সোঁদা মাটির গন্ধ শোঁকে
মুঠোতে ঠিক পুষে রাখে তোর না ভোলা সুখগুলোকে, দুখগুলোকে!
হাত বাড়ালেই বন্ধু মেলে! বল?

1 টি মন্তব্য:

  1. ...১০০ তম কবিতা! দারুন ব্যাপার! আশা করি শচীনের মত সেঞ্চুরির সেঞ্চুরি হবে খুব শিগগিরই। তুমি খুব ভালো একজন কবি। নিয়মিত লিখে যাও :-)...আর আমরা যারা তোমার লেখার ভক্ত তারা পড়ে যাই।

    উত্তরমুছুন