সমুদ্র যখন নিরব হয় তাকে দেখেছ?
সারি সারি একগুয়ে ঢেউ প্রতিবার আছড়ে পড়ে
একবার, দুবার, তিনবার ...
একবার দুবার তিনবার।
মানুষ এসে চলে যায় তার সঙ্গে মৃদুমন্দ বাতাস।
সমুদ্রের তাতে চোখ নেই, নিরুত্তাপ!
কত জল নিয়ে অমন নিশ্চুপ হওয়া চলে?
আকাশ কখনো মেঘ রঙ, কখনো চলিষ্ণু মেঘ
নিয়ে খেলা করে। বৃষ্টি ঝরায়!
বরাবর আকাশ ভালবেসেছি আমি,
ওখানে দেখোনি কত শোভা! সাদা মেঘ, কাল মেঘ, ছাই মেঘ
এমন কি রঙ্গে রঙ্গে হেসে ওঠা রংধনু!
কিন্তু সমুদ্রকে দেখেছ কখনো?
তুমি জেনেশুনে জেনেশুনে আমাকে সমুদ্র করে তুলছ
সমুদ্র করে তুলছ তুমি জেনেশুনে আমাকে ...
অথচ বরাবর আকাশ ভালবেসেছিলাম!
আচ্ছা, তুমি কি আকাশ বা সমুদ্র বোঝ?
আচ্ছা, তুমি কি মানুষ বোঝ? ...
সারি সারি একগুয়ে ঢেউ প্রতিবার আছড়ে পড়ে
একবার, দুবার, তিনবার ...
একবার দুবার তিনবার।
মানুষ এসে চলে যায় তার সঙ্গে মৃদুমন্দ বাতাস।
সমুদ্রের তাতে চোখ নেই, নিরুত্তাপ!
কত জল নিয়ে অমন নিশ্চুপ হওয়া চলে?
আকাশ কখনো মেঘ রঙ, কখনো চলিষ্ণু মেঘ
নিয়ে খেলা করে। বৃষ্টি ঝরায়!
বরাবর আকাশ ভালবেসেছি আমি,
ওখানে দেখোনি কত শোভা! সাদা মেঘ, কাল মেঘ, ছাই মেঘ
এমন কি রঙ্গে রঙ্গে হেসে ওঠা রংধনু!
কিন্তু সমুদ্রকে দেখেছ কখনো?
তুমি জেনেশুনে জেনেশুনে আমাকে সমুদ্র করে তুলছ
সমুদ্র করে তুলছ তুমি জেনেশুনে আমাকে ...
অথচ বরাবর আকাশ ভালবেসেছিলাম!
আচ্ছা, তুমি কি আকাশ বা সমুদ্র বোঝ?
আচ্ছা, তুমি কি মানুষ বোঝ? ...
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন