চিঠি পৌঁছুবে না,
আলিঙ্গনের অস্পৃশ্য রহস্য উঠোনে ডিগবাজি খাবে।
চিঠি পৌঁছুবে না,
উঠোন জুড়ে পায়চারি করবে ধূলো।
বিদায় বলবে না চিঠি, একার শব্দমালা
রাতজাগা চোখের ক্লান্তি দেখবে উঠোনের কোণ থেকে।
চিঠি উড়বে না আকাশে, মেঘ ছোঁবে না।
পরিচিত অন্দরে পুড়বে হৃদয় প্রকোষ্ঠে।
পুড়ে হবে খাক, পুড়ে অঙ্গার বিবর্ণ হবে।
দরজায় কড়া নাড়বে যে
নাম তার 'অপেক্ষা!' ...
আলিঙ্গনের অস্পৃশ্য রহস্য উঠোনে ডিগবাজি খাবে।
চিঠি পৌঁছুবে না,
উঠোন জুড়ে পায়চারি করবে ধূলো।
বিদায় বলবে না চিঠি, একার শব্দমালা
রাতজাগা চোখের ক্লান্তি দেখবে উঠোনের কোণ থেকে।
চিঠি উড়বে না আকাশে, মেঘ ছোঁবে না।
পরিচিত অন্দরে পুড়বে হৃদয় প্রকোষ্ঠে।
পুড়ে হবে খাক, পুড়ে অঙ্গার বিবর্ণ হবে।
দরজায় কড়া নাড়বে যে
নাম তার 'অপেক্ষা!' ...
Persuasive....
উত্তরমুছুন