মনে হয়, শতাব্দী ধরে ঘুমিয়ে আছি
কোন গোপন স্বপ্নে ঘটছে এসব শহুরে টানাপোড়েন
যেখানে আত্মা বিকাশ লাভ করেনি,
যেখানে আত্মিক শুদ্ধতা সভ্যের দাবীদার নয়।
হিংস্র, কপট রাবণের মত;
কেবলি হরণ করছে এই রাত-ঘুম!
কিংবা আমার অসুখ করেছে খুব,
স্বপ্নের ও পিঠে সুখ আছে জেনে দিন গুণি
এমন হলেও জীবন মধুর মত বিস্বাদ হত না!
কোন গোপন স্বপ্নে ঘটছে এসব শহুরে টানাপোড়েন
যেখানে আত্মা বিকাশ লাভ করেনি,
যেখানে আত্মিক শুদ্ধতা সভ্যের দাবীদার নয়।
হিংস্র, কপট রাবণের মত;
কেবলি হরণ করছে এই রাত-ঘুম!
কিংবা আমার অসুখ করেছে খুব,
স্বপ্নের ও পিঠে সুখ আছে জেনে দিন গুণি
এমন হলেও জীবন মধুর মত বিস্বাদ হত না!
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন