ভালবাসাকে যদি কেউ ভালবেসে ফেলে,
সে সমস্ত জীবনের তরে অভিশপ্ত হয়ে যায়।
ফুল ফোটা দেখে সে আবেগে হেসে ফেলে,
চুলায় আগুন জ্বলে দাউদাউ দাবানল।
খাদ্যদ্রব্য পোড়ে ... লোকে বলে, মুখপোড়া, হতচ্ছাড়া, যাযাবর।
গাঙ'য়ের জোয়ারে সে স্বর্গরশ্মি খোঁজে
সূর্য্য থেকে নির্গত ...
ভেসে যায় কাঠের ভেলা
অপরিচিত, একমাত্র সাঁকো নড়বড়ে ঠেকে বিভিন্ন চোখে।
ভালবাসাকে যদি কেউ ভালবেসে ফেলে
শূণ্য হয়ে রয় তার মনের উঠোন! ...
১৩।০২।২০১৩
লন্ডন
সে সমস্ত জীবনের তরে অভিশপ্ত হয়ে যায়।
ফুল ফোটা দেখে সে আবেগে হেসে ফেলে,
চুলায় আগুন জ্বলে দাউদাউ দাবানল।
খাদ্যদ্রব্য পোড়ে ... লোকে বলে, মুখপোড়া, হতচ্ছাড়া, যাযাবর।
গাঙ'য়ের জোয়ারে সে স্বর্গরশ্মি খোঁজে
সূর্য্য থেকে নির্গত ...
ভেসে যায় কাঠের ভেলা
অপরিচিত, একমাত্র সাঁকো নড়বড়ে ঠেকে বিভিন্ন চোখে।
ভালবাসাকে যদি কেউ ভালবেসে ফেলে
শূণ্য হয়ে রয় তার মনের উঠোন! ...
১৩।০২।২০১৩
লন্ডন
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন