ওই দেশে আমি পেঁজো মেঘ দেখেছি
বরফের হিমশীতল আচ্ছাদনের সাথে তাকে তুলনা করনা
ভুল হবে।
ওই মেঘ কাজল কালো চোখের ভেলায় ভাসমান সাদা অংশের মত বরং
গহীনে অতল, কিন্তু ডুবে যেতে ইচ্ছে করে।
ওই মেঘ সিঁড়ির মত ...অতলান্ত।
শৈশব মনে পড়ে?
আমাদের নরম সবুজ মাঠে একত্রে দাঁপিয়ে বেড়ানো?
মাঠের শেষ ভাগে বিকেলের আড়িপাতা রোদ্দুর ক্রমশ মূর্চ্ছা যেত ...
আমরা সতেজ পাতা'র সন্ধানে অভিযাত্রী দল যেন ঘোড়ার তেজ নিয়ে ছুটেছি!
কিন্তু আমাদের সাহসী পদক্ষেপের প্রতি কণায় ঘাসের গন্ধ ছিল।
হাল্কা ধোঁয়াটে বাড়িগুলোর দরজা খুলে গেলে যেন ঠিক ইভানুষ্কা-মারুষ্কা হাজির হত, জানতাম নিশ্চিত।
যদিও দেখা হয়নি, শুধু রাতঘুমে ওরা পথ বাতলে দিত।
সেই পথের সন্ধান আজো মেলেনি ...
সেই নরম সবুজ পাতা মাঠ থেকে শুরু করে
আজন্ম অধরা মেঘের গভীরে সন্ধান করে করে
সন্ধান করে করে ... নিশুতি রাত ... রুপালি চাঁদ ... আলোমাখা সোনারোদ ...
সকল সাক্ষী করে ছুটছি ...
সেই পথের সন্ধান আজো মেলেনি!
২০ ফেব্রুয়ারী, ২০১৪
লন্ডন।
বরফের হিমশীতল আচ্ছাদনের সাথে তাকে তুলনা করনা
ভুল হবে।
ওই মেঘ কাজল কালো চোখের ভেলায় ভাসমান সাদা অংশের মত বরং
গহীনে অতল, কিন্তু ডুবে যেতে ইচ্ছে করে।
ওই মেঘ সিঁড়ির মত ...অতলান্ত।
শৈশব মনে পড়ে?
আমাদের নরম সবুজ মাঠে একত্রে দাঁপিয়ে বেড়ানো?
মাঠের শেষ ভাগে বিকেলের আড়িপাতা রোদ্দুর ক্রমশ মূর্চ্ছা যেত ...
আমরা সতেজ পাতা'র সন্ধানে অভিযাত্রী দল যেন ঘোড়ার তেজ নিয়ে ছুটেছি!
কিন্তু আমাদের সাহসী পদক্ষেপের প্রতি কণায় ঘাসের গন্ধ ছিল।
হাল্কা ধোঁয়াটে বাড়িগুলোর দরজা খুলে গেলে যেন ঠিক ইভানুষ্কা-মারুষ্কা হাজির হত, জানতাম নিশ্চিত।
যদিও দেখা হয়নি, শুধু রাতঘুমে ওরা পথ বাতলে দিত।
সেই পথের সন্ধান আজো মেলেনি ...
সেই নরম সবুজ পাতা মাঠ থেকে শুরু করে
আজন্ম অধরা মেঘের গভীরে সন্ধান করে করে
সন্ধান করে করে ... নিশুতি রাত ... রুপালি চাঁদ ... আলোমাখা সোনারোদ ...
সকল সাক্ষী করে ছুটছি ...
সেই পথের সন্ধান আজো মেলেনি!
২০ ফেব্রুয়ারী, ২০১৪
লন্ডন।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন