বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০১৫

#নিঃশ্বাসের ভিড় কড়া নাড়ে/
রাতের বাতাস সম্মোহনের সুর/ 
আঁধার ছুঁয়ে ঘুম পালানোর উত্সবে/ 
শহরের শেষ বাড়িটা/ 
ভিজছে একা বৃষ্টিতে!


#এই শহরে ভালবাসা কুসুম কুসুম. 
বৃষ্টি নামে আমায় ছাড়া. 
মেঘলা বাতাস/ ভিজছে ফুল, ভিজছে পাতা/ 
আলুথালু হৃদয়াকাশ

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন