শনিবার, ১০ সেপ্টেম্বর, ২০১৬

ভাবনা পর্ব

ঘরের ভিতরও আরেক ঘর থাকে। সেই ঘর অলক্ষ্য, সেই ঘর সীমাহীন চ্যুত-বিচ্যূত।
গুটি গুটি অক্ষরের মত, সে অক্ষর প্রাণের বাংলা; বিদেশি বন্ধুরা দেখে চোখ চকচকে অনুভূতি দেয় মুগ্ধতার! বলে- এতো শীতের দিনে রোদের আলোর মত পেলব অথচ ভীষণ উজ্জ্বল!

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন