শুক্রবার, ২৩ সেপ্টেম্বর, ২০১৬

                           ফানুস

গোপনীয় পাপের রসায়নে কিছু মানুষ পরাজিত হয় নিজের কাছে।
মৃতপ্রায় মাছের মত নিষ্প্রাণ চোখে  টুপটাপ তারা-   
ফিসফিস করে পড়ে ফোঁটা ফোঁটা জল।
সে জল ঘোর অমাবস্যার মত একা;
যেন দীর্ঘ সমুদ্র পাড়ি দিচ্ছে অভিবাসীর একেকটি দল!
যূথবদ্ধ অথচ কেউ নয় কারো দাবীদার!
কোথাও পড়েছে রক্তের দাগ, কোথাও রয়েছে সংসার পরিত্যক্ত।

বিলাসে ভেসে যাচ্ছে আরবের আমিরেরা
খাবার টেবিলে ময়ুরীর ঊরুর মত হৃষ্টপুষ্ট মাংসের আহ্বান!
খরার ভিড়ে সুরার জলসা করছে পান।
সেখানেও পরকীয়া সঙ্গমের মত পাপ-
ক্ষয়ে পড়ে সভ্যতার ক্রমঃ ধারাপাত;  মানুষের নিজস্ব উপন্যাস।

ওখানেই থেমে যাও ... মুখ ফেরালাম প্রবল ঘৃণায়
ভাসমান তুমি এতটা অগভীর ...

ভালবাসাকেও অপবিত্র করে দিলে!  

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন