রবিবার, ১২ ফেব্রুয়ারী, ২০১৭

ভাবনা পর্ব ৩

অন্তরে গ্রীষ্ম বর্ষা শরৎ
আমি আর কোথাও যাব না
ভুল করে আঙ্গুলে রাখব না হাত
অভিমানে ভিজবে না গাল
নেব না নরম রোদের মোলায়েম আদর
নতজানু হয়ে, যদি না ফিরে আসি ঘরে।
অন্তরে হেমন্ত শীত বসন্ত
হলুদ পাতার ঘ্রাণে ম্লান বিকেলগুলোয়
ডানা ঝাপটানো সাদা কবুতর
সুর করে ডেকে গেলে ঊঠানে উনুন জ্বলে
তুফান পেছনে ফেলে অকস্মাৎ
যদি না ফিরে আসি ঘরে

অভিমানে ভিজবে না গাল। 
স্বীকার




কারণটা খুব ছোট্ট ছিল
বাড়ি ফিরতে ফিরতে কিংবা না ফিরতে ফিরতে
মাথার উপর আকাশে
একটা প্রকান্ড চাঁদ ঝুলে থাক
কালো পিচে মেখে দিক বিশ্রামের গন্ধ,
নিরবতারা সবাই ঘুমাক।
সরব না থাকুক লোকালয়
আমরা হাত ধরে ধরে কিংবা না ধরে ধরে
বসে থাকি নিরাকার ছায়াদের মত
ঠোঁটে বর্ষণ হোক
পৃথিবীতে বৃষ্টি নামুক।  

কারণটা খুব ছোট্ট ছিল
শ্যাওলা ফুটে থাকা পুকুরের জলে
পা ডুবাক সবুজ শাড়ির পাড়
ভিজুক পাতারা সলাজে
ধূসর বিন্দু থেকে জন্ম নিক আগুনমুখো
রিক্সার টুং টাং শব্দের ঘোরে জ্যাম লেগে গেলে
চা-এর আড্ডায় হয়ত শেষ চুমুক
মন মন্দিরের মেঘ চরাচরে
হুড়োহুড়ি মানুষের দল পাতার আড়ালে গোঁজে মুখ
আহবানে প্রচন্ড উত্তাপ নিয়ে
ঠোঁটে বর্ষণ হোক
পৃথিবীতে বৃষ্টি নামুক


একটা গল্পের শুরু থেকে শেষ হোক নিজেদের  মত। 
বসন্ত এসে যায়,
দেখি পলাশ, শিমুলের রক্তগঙ্গা আকাশে ভাসে 
আমার স্বপ্নগুলো হলুদ হয়ে যায়
নারীর শরীরি গন্ধে ভরে থাকে স্বপ্নেরা 
ঘুরে বেড়ায় ছবির হাটে, চারুকলায়, বইয়ের উদ্যানে 
আমি খুব ভোরে জানালার পর্দা সরিয়ে দেখি
তখনো কুয়াশা কাটেনি এ শহরে।
মোড়ের কনফেকশনারি খুলতে আরো কিছু ঘন্টা বাকি।
তারপর এক দুই করে মানুষে ভরে যাবে শহরের অলিগলি
তারপর পিঁপড়ের মত তারা ছুটবে সন্ধ্যা অবধি
এ নগরীতে সন্ধ্যাটা ইদানীং তাড়াতাড়ি আসে।
বরফের মত ঠান্ডা লেগে থাকে গলায়, কানে, নাকে
আমরা নিঃশ্বাস নিতে ভুলে যাই।
আমরা সন্ধ্যা নাগাদ মনে করতে পারিনা
বসন্ত এসে যায়।
বসন্ত এসে গেলে কেন যেন মনে হয়
ভালবাসা ভালবাসি তাই ভালবাসিনাই।
ভালবাসাকে ভালবেসে তাই ভালবেসে যাই,
ভালবাসতে চাই ...
বইয়ের উদ্যানে পাশাপাশি বসে থাকা খোলা চুলে কেউ
ঘামে ভেজা ভীরু হাতে সেই চুলে বুলিয়ে আঙ্গুল
নারী হাসে মৃদু; আমিও মুচকি হাসি
ভালবাসা ভালবাসি তাই।
দেখি, ফুলের সমাগমে বসন্ত এসে যায় তাই
হলুদ শাড়ির ভাঁজ খোলে নারী
হলুদে সবুজ, হলুদে লাল; নীল; কালো
হলুদে সাদা আসমানি দেখে দেখে
ভীষণ আফসোসে ভাবি
বসন্ত এসে যায় তাই
সে নগরে ফুল, পাখি সব গেয়ে ওঠে
সবাই চোখে চোখ পেতে হাসে
সেদিন সেই মধুর উৎসবে একাকী আমার কিছু স্মৃতি
ছড়িয়ে রাস্তায়, ফুচকার দোকানে, নৃত্যের তালে ডুবে রয়।