রবিবার, ১২ ফেব্রুয়ারী, ২০১৭

ভাবনা পর্ব ৩

অন্তরে গ্রীষ্ম বর্ষা শরৎ
আমি আর কোথাও যাব না
ভুল করে আঙ্গুলে রাখব না হাত
অভিমানে ভিজবে না গাল
নেব না নরম রোদের মোলায়েম আদর
নতজানু হয়ে, যদি না ফিরে আসি ঘরে।
অন্তরে হেমন্ত শীত বসন্ত
হলুদ পাতার ঘ্রাণে ম্লান বিকেলগুলোয়
ডানা ঝাপটানো সাদা কবুতর
সুর করে ডেকে গেলে ঊঠানে উনুন জ্বলে
তুফান পেছনে ফেলে অকস্মাৎ
যদি না ফিরে আসি ঘরে

অভিমানে ভিজবে না গাল। 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন