রবিবার, ১৮ মার্চ, ২০১২

সূর্য্য, আমি আর কার কাছে যাব?
কোথায় হারাব?
তুমি তো জানো, প্রতিবার বৃষ্টিশেষে
আমি ঠিক বেরিয়ে পরি তোমাকে খুঁজে নিতে!
আমার পায়ের নিচে লেগে যায় কাঁদা
এমন কি তারা মাঝে মাঝে লেপ্টে যায়
শরীরের পরতে পরতে।
খুব পুরনো কোন প্রিয় বইয়ের মলাটের মত
আমি তাকে আমন্ত্রণ জানাই, মনের অন্দরে।
সে হয়ে ওঠে আজীবনের জন্য
আমারই ফেলে আসা সুদূর পরাহুত অতীত;
স্মৃতির গর্ত থেকে গলে ওঠা জমানো নীল
মাঝরাতে পূর্ণ জ্যোৎস্নার আলোর মত
যা মায়াময় অথচ বিষন্ন।
তারই সাথে তুমি আমার বেঁচে থাকার
একমাত্র অবলম্বন হয়ে
বার বার আমাকে ফেরাও!
আমি দেখি তোমার তেজে বাড়ন্ত আলো
আমি জানি, তোমাকে ঘিরে কি বিচিত্র ভঙ্গিমায়, উদ্যমে
পৃথিবী কেঁপে ওঠে আর
আমি সে কাঁপনের অদ্বিতীয় স্বাক্ষী হয়ে
হেঁটে যাই, ছায়া মাড়িয়ে ... তোমার পেছনে
ইশারায়, লুকোচুরি  সাথে সাথে নিয়ে।
বলো, আমি আর কার কাছে যাব?
কোথায় হারাব?
পরিচিত এইসব অভ্যাস আমার তোমার,
তাদেরকে ফেলে ... এদের সবাইকে ফেলে!

1 টি মন্তব্য:

  1. আলো? সেতো চিরকালের...চাঁদ কিংবা সূর্‍্য্য,
    হয়না খুব একটা হেরফের।
    চাঁদের ছায়ায় ঢেকে যাওয়া
    মূল্যহীন সূর্‍্য্যটাকে ফিরে ফিরে
    আসতেই হয় রাতের শেষে...হয়তো নিয়তি।
    নিজ অক্ষের অভিশাপ নিয়ে বেঁচে থাকার শেষে
    জোটে না তবুও অন্ধকারের আদর, হয়না নিশ্চিন্তে মুখ লুকানো।

    ক্ষনিকের ভালোলাগা সূর্য্যের অবলম্বন শেষে
    আবারো তুমি অপেক্ষায় স্বপ্নের...ভালোবাসার।

    তোমার বর্ষন শেষে, দু'কুল ছাপিয়ে যাওয়া জোছনার আলো,
    মেঘের রথে ভেসে ওঠা মায়াময় কোন মুখ
    আর সবচেয়ে আপণ মায়াবী নতুন জীবন।
    ভালোবাসার গ্রহে সূর্য্যের দরকারটাই বা কার বলো?

    উত্তরমুছুন