সারাদিন বৃষ্টি পড়ে, মনে; শরীরে।
জীবন বড় ক্লান্ত হয় যাপনে।
সারাদিন এক ঘোর লেগে থাকে, বিষাদের।
সারাদিন, একটি করে দিন খসে পড়ে।
সারাদিন কান্না ঝরে গোপনে।
জীবন বড় ক্লান্ত হয় যাপনে।
সারাদিন এক ঘোর লেগে থাকে, বিষাদের।
সারাদিন, একটি করে দিন খসে পড়ে।
সারাদিন কান্না ঝরে গোপনে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন