একটি অপাংক্তেয় দীর্ঘশ্বাস আর মিনিট দুয়েকের বিরতি
তারপর চিরচেনা ঘাসের বুকে মাথা পেতে দেওয়া অতীতের প্রক্ষেপণ
অতীত যা বিস্তীর্ণ জলরাশি, সমুদ্রের ঢেউয়ের গায়ে লেগে থাকা ফেনা
আছড়ে পড়ে, ভেতরের সব জল নিংড়ে কেউটে সাপের মত ফণা তুলে
মুহূর্তেই বিলীন হয়ে ফের ফুঁসে ওঠে নিরব আক্রোশে, সবার উপরে।
সবুজে সবুজময় ঘাসেরা হারায় সকল সজীব কোমল আবেগ।
তারপর চিরচেনা ঘাসের বুকে মাথা পেতে দেওয়া অতীতের প্রক্ষেপণ
অতীত যা বিস্তীর্ণ জলরাশি, সমুদ্রের ঢেউয়ের গায়ে লেগে থাকা ফেনা
আছড়ে পড়ে, ভেতরের সব জল নিংড়ে কেউটে সাপের মত ফণা তুলে
মুহূর্তেই বিলীন হয়ে ফের ফুঁসে ওঠে নিরব আক্রোশে, সবার উপরে।
সবুজে সবুজময় ঘাসেরা হারায় সকল সজীব কোমল আবেগ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন