বাতাসে বীভৎস গন্ধ ভাসছে, অবিরাম
দাঁড়ানোর কিংবা পালানোর জায়গা নেই
চোখ পুড়ে অঙ্গার ধোঁয়ায়।
এ কোন সকাল, দুপুর, রাত, অলি-গলিতে?
এ কোন প্রেতের বসত-ভূমি?
নরক বাজায় দামামা মন মন্দিরে!
দাঁড়ানোর কিংবা পালানোর জায়গা নেই
চোখ পুড়ে অঙ্গার ধোঁয়ায়।
এ কোন সকাল, দুপুর, রাত, অলি-গলিতে?
এ কোন প্রেতের বসত-ভূমি?
নরক বাজায় দামামা মন মন্দিরে!
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন