সকালের রোদ অর্থশূণ্য মনে হয়। এমন নয়, অর্থ খুঁজি সবটাতে,
অর্থবাদী মানুষের মন তো পড়তে পারি না সহসাই, তবে এই দাবী না করাই সমীচীন।
তবু আজ দারূণ রাতঘুম শেষে বহুদিন পর বুভুক্ষের মত সকাল দেখব বলে চোখ জাগাতেই মন কেন জাগল না? এমন নয়, কারণ খুঁজে বেড়াই সবটাতে, তবে তো উত্তর মিলে যেতো, আর জীবনের পাঠ যেত চুকে। তবু বার বার রোদ দেখে, আলোতে মন জাগল না, কেন? ...
অর্থবাদী মানুষের মন তো পড়তে পারি না সহসাই, তবে এই দাবী না করাই সমীচীন।
তবু আজ দারূণ রাতঘুম শেষে বহুদিন পর বুভুক্ষের মত সকাল দেখব বলে চোখ জাগাতেই মন কেন জাগল না? এমন নয়, কারণ খুঁজে বেড়াই সবটাতে, তবে তো উত্তর মিলে যেতো, আর জীবনের পাঠ যেত চুকে। তবু বার বার রোদ দেখে, আলোতে মন জাগল না, কেন? ...
তাঞ্জি, forgive my ignorance, আমি এই লেখাটা কোথাও পড়েছি বলে মনে পড়ে না, এত ভালো লাগলো, i am gonna read it once again, after i go back to home...well done তাঞ্জি..
উত্তরমুছুন