তোমার লেখা অন্তত একটা শব্দের প্রতীক্ষায় বসে থাকি।
সে হতে পারে, ইনিয়ে বিনিয়ে তিনটে মাত্র ডট ...
হতে পারে, নিছকই জানতে চাওয়া, আমি ভাল আছি কিনা!
কিংবা, এলোমেলো কথার ভিড়ে কিছু কিছু বিরাম চিহ্ন ...
সেসব দেখে আমারো একা একা হারিয়ে যাওয়া হবে কাশবনে
আমি দলছুট হয়ে যাব সব ভিড় ঠেলে
মনকে প্রতারিত করে হাঁটব যেন ঠিক তুমি হাঁটছ, আমার পাশে, এই ভেবে।
সে হতে পারে, ইনিয়ে বিনিয়ে তিনটে মাত্র ডট ...
হতে পারে, নিছকই জানতে চাওয়া, আমি ভাল আছি কিনা!
কিংবা, এলোমেলো কথার ভিড়ে কিছু কিছু বিরাম চিহ্ন ...
সেসব দেখে আমারো একা একা হারিয়ে যাওয়া হবে কাশবনে
আমি দলছুট হয়ে যাব সব ভিড় ঠেলে
মনকে প্রতারিত করে হাঁটব যেন ঠিক তুমি হাঁটছ, আমার পাশে, এই ভেবে।
..You are not wrong, who deem
উত্তরমুছুনThat my days have been a dream;
Yet if hope has flown away
In a night, or in a day,
In a vision, or in none,
Is it therefore the less gone?
ছোট,তবে দারুন হয়েছে ;একটা নরম তুলতুলে ব্যপার আছে :-)
উত্তরমুছুন:) ... ধন্যবাদ।
উত্তরমুছুন