একা একা হাঁটলি বনবিড়াল?
ঘাসফুলের পাশে শুয়ে,
পুরো সকাল রোদ নিয়ে গায়!
বিনম্র বাতাস ছুঁলো তোর ওমভরা শরীর
বাতাস ছুঁয়ে গেল ঘোলাটে চোখও ...
একাই হেঁটে গেলি ও পাড়ার আকাশ সীমায়!
একবারও দেখলি না পেছনে আমিও
মাস্তুল টেনে দাঁড়িয়ে ছিলাম
ঘাসফুলের পাশে শুয়ে,
পুরো সকাল রোদ নিয়ে গায়!
বিনম্র বাতাস ছুঁলো তোর ওমভরা শরীর
বাতাস ছুঁয়ে গেল ঘোলাটে চোখও ...
একাই হেঁটে গেলি ও পাড়ার আকাশ সীমায়!
একবারও দেখলি না পেছনে আমিও
মাস্তুল টেনে দাঁড়িয়ে ছিলাম
দারুন !
উত্তরমুছুনধন্যবাদ।
উত্তরমুছুন